Artificial Intelligance
Probably the last invention of humanity?
দেখেন! AI, AI, AI করে আশপাশ পাগলই হয়ে যাচ্ছে। আপনার বৃদ্ধ দাদা, যার কাছে মোবাইল নাই, তাকেও যদি আপনি AI ওয়ার্ডটা শুনেছে, কিনা জিজ্ঞেস করেন ৯০% সম্ভাবনা থাকে যে তিনি শুনেছেন। প্রায় প্রতিদিনই খবরে এই নিয়ে নানা জল্পনা-কল্পনা আছেই। এবং বেশিরভাগ মানুষ (আমার ছোট্ট একটা জরিপ মতে) মনে করে: "AI is dangerous and need to be banned from Earth RIGHT NOW!!!!"
বিষয়টা ভাবা অমূলক না। কারণ ChatGPT আসার পর বেশিরভাগ মানুষের মনে বদ্ধমূল ধারণা জন্মে গিয়েছে যে "AI freaking loves to eat JOBS"। বেশিরভাগ মানুষ যে বিষয়টা নিয়ে চিন্তিত তা হলো, AI তাদের চাকরি খেয়ে নিবে। অদ্ভুদ হলেও সত্যি, মানুষ ChatGPT আসার পর থেকে এটা নিয়ে চিন্তিত! AI আসার পর থেকে না!! AI আবিষ্কার হয়ে পৃথিবীতে আসছে অনেক আগে এবং ChatGPT থেকে ভয়ঙ্কর AI এই টেকনোলজি দুনিয়ায় আসছে ChatGPT এরও আগে এবং এর নাম: "MidJourney"। কিন্তু তখনও এই নিয়ে কোন আলোচনা হয়নি। মূলত চারপাশে AI কে ভয়ানক ভেবে তারে নিয়ে যা যা জল্পনা-কল্পনা চলছে তার অন্যতম হলো:
"AI কি আমাদের চাকরি খেয়ে নিবে?"
ঠিক এই মূল একটা পয়েন্টে এসে প্রায় সবাই ভাবিতেছে যে AI ভয়ঙ্কর। এর উত্তর কি জানেন? এই প্রশ্নের উত্তর হলো:- হ্যাঁ/না, AI আপনার চাকরি খেয়ে নিবে/নিবে না।
একটু যুক্তি আর উদাহরণ দিয়ে বিষয়টা বোঝায়। দেখেন, AI এর মত শক্তিশালী একটা বট বা টুল যখন বাজারে আসছে বা বৈপ্লবিকভাবে আসতেসে সে তখন কিছু মানুষের চাকরি এবং কিছু চাকরিক্ষেত্র পার্মানেন্টলি খেয়ে নিবে এটা তো নরমাল যুক্তির কথা।
প্রথমেই আসি, 'কোন কোন চাকরিক্ষেত্র AI দখল করে নেবে?' সেই বিষয়ে। ডিজিটাল ফিল্ডের যেকোন ধরণের চাকরিক্ষেত্র যেখানে কোন মাথার কাজ নেই বা যেই কাজের জন্য মস্তিষ্ক খাটাতে হয় না, যেই কাজের কোন সুদূরপ্রসারী ভবিষ্যৎ নেই, কিন্তু সেই কাজে ভালো পরিমাণ উপার্জন করা যায় এবং বর্তমানে সেই কাজের অনেক চাহিদা রয়েছে, সেইসকল কাজ AI ধীরে ধীরে দখল করে নেবে। এবার একটা কথায় আসি, আপনারা সবাই কম-বেশি ফ্রিল্যান্সিং সাইডে "ডাটা এন্ট্রির" কাজ সম্পর্কে শুনেছেন। তাই না? এই কাজে কিছুই লাগে না। জাস্ট একটা কম্পিউটার, এক্সেল আর ইন্টারনেট নিয়ে বসবেন। ঘন্টা ২-৩ কাজ শিখবেন। শেষ! এবার আপনি ফাইবার/আপওয়ার্কে কাজ খুঁজে নিয়ে আয় শুরু করতে পারবেন। এটা বলতে যত সহজ, করতে তার চেয়ে বেশি সহজ এবং বোরিং। একসময় এই কাজের অনেক ডিমান্ড ছিল, কিন্তু কর্মী কম ছিল। ভালো পরিমাণ টাকা পাওয়া যায় এবং তেমন কোন কষ্ট নাই; তাই মানুষজন এটার প্রতি অনেক আগ্রহী হওয়া শুরু করে এবং ধীরে ধীরে অনেক মানুষ আসা শুরু করে এই ফিল্ডে। ফলাফল? আজকের দিনে বা এই ২০২৩ এ এসে এই ফিল্ডের তেমন কোন ডিমান্ডই নাই। কিন্তু সব মার্কেটপ্লেস মিলে এই টপিকে লাখখানেক সার্ভিস পাবেন। মাথা না খাটায় উপার্জন করা যায় এমন একটা ডিজিটাল ফিল্ডের উদাহরণ দিলাম যেটা AI ছাড়াই রিপ্লেস হয়ে গেসে প্রায়। এরকম অসংখ্য ফিল্ড আছে যেগুলো আগে-পরে রিপ্লেস হয়ে যাবে বা যাচ্ছে। AI না আসলে হয়তোবা ৩/৪ বছর ধরে আসতে আসতে রিপ্লেস হতো; কিন্তু AI আসায় ৩/৪ মাসে রিপ্লেস হয়ে গেছে। এখন এইখানে অনেকেই বলতে পারেন, "ভাই, আপনি নিজেই তো এই কথা দিয়ে বোঝায় দিলেন AI ভয়ানক। মাইনষের প্রায় ২.৫/৩ বছরের ভাত মেরে দিচ্ছে এই AI"।
ভাই, ড্রিংকো খান। ওই পানীয় চাবানো যায়। আর আমার যুক্তি বুঝেন।
দেখেন, যেই কাজ থেকে আপনি নেক্সট ৩/৪ বছর পর কোন টাকা পাবেন না, তার মানে সেই কাজের কোন ভবিষ্যৎ নাই। আর যেই কাজের ভবিষ্যৎ নাই, সে কাজের পিছনে নিজের একটা বড় মূল্যবান সময় নষ্ট করা বোকামি নয় কি? আরেকটা উদাহরণ নিই প্রুফ রিডার। আজকাল মোটামুটি মিডিয়াম লেভেলের একটা ডিমান্ড দেখা যাচ্ছে এই সেক্টরে।
দৃশ্য এক:- ধরেন, পৃথিবীতে AI বলে কোন শব্দ আবিষ্কৃত হয় না। আজকে একজন ৩৬ বছর বয়স্ক ব্যাক্তি এই প্রুফ রিডের কাজ শুরু করলো এবং ৩৯/৪০ বছরে আসতে আসতে তিনি এই কাজ হারায় ফেললেন। তিনি এই সময় নতুন কোন স্কিল শিখতে পারেন নাই কাজের চাপে এবং দিনশেষে তিনি এখন দেউলিয়া। তাহলে আবার এই পরিস্থিতি মোকাবিলা করে নতুন কোন স্কিল শিখে আবার নিজের একটা পার্মানেন্ট ইনকাম সোর্স দাঁড় করানো এই মানুষের পক্ষে কত কষ্ট হবে নিজের বিবেক এবং বিচার-বুদ্ধি দিয়ে ভাবেন।
দৃশ্য দুই:- আবার, আরেক ৩৬ বছর বয়স্ক ব্যাক্তি এই প্রুফ রিডের কাজ শুরু করলো। কিন্তু ChatGPT আসায় তিনি ২ মাস পর কাজ ছেড়ে দিয়ে একটা নতুন স্কিল খুঁজে নিয়ে তিনি একটা ভালোই কাজ জুটাইসেন। এই ৪০ বছর বয়সে তিনি খুব ভালো একটা জীবন কাটাচ্ছেন।
সূক্ষ দাগে অনেক যুক্তি দেখানো যায়। কিন্তু একটু মোটা দাগে দুইটা দৃশ্যকল্প তুলনা করে নিজেই একটু বিবেচনা করেন। যে কাজ একটু আগে/পরে করে মূল্যহীন হয়ে যেতো; সে কাজ AI অনেক আগে মূল্যহীন করে দিলো। কাজটা কি মানবজাতির জন্য ভালো হলো নাকি খারাপ?
এবার আসি কোন কোন মানুষের চাকরি খেয়ে নিবে:- যেসকল মানুষ শুধু কাজ শিখে টাকা উপার্জনের পিছনে দৌঁড়াচ্ছেন কিন্তু নিজেকে বা নিজের স্কিলকে আপডেট করতে মোটেই আগ্রহী না। ভাই এটার বিশ্লেষণে একটা লাইনই বলবো:- মিঞা, AI অনেক পরের বিষয়, আগে নিজের জুনিয়র থেকে কিভাবে চাকরি বাঁচাবেন সেটা ভাবেন। আপনার পরে এসে পরিশ্রম আর সেলফ ডেভেলপমেন্টে টাইম দিয়ে আপনার পদই আপনার থেকে নিয়ে নেবে।
তো মূলত এখন আপনার কাছে ক্লিয়ার যে আপনি এই দুই ধরণের শ্রেণিতে না থাকলে AI না, কোন জিনিসের সাধ্য নাই আপনার চাকরি খাওয়ার। পরিশেষে বলতে চাই AI ভয়ঙ্কর না। AI আপনার একান্ত অনুগত আজ্ঞাবাহী যাকে ফ্রিতেই খাটাতে পারবেন। তাই AI ভয়ঙ্কর ও আপনার চাকরি খেয়ে নেবে বা মানবসভ্যতা দখল করে নেবে না। অন্তত এখনো সেই অবস্থা আসেনি। তাই নিশ্চিন্ত মনে AI এর সুবিধা ভোগ করেন। আর সবচেয়ে বড় যে বিষয়, ব্যান করে কোনকিছু আটকানো যায় না।
"There is nothing unmixed blessings in Earth"
সবকিছুরই ভালো-খারাপ দুটো দিক থাকে। তাই সবসময় উচিত সবকিছুর ভালোটা গ্রহণ করে খারাপটা সুকৌশলে এড়িয়ে চলা।
এইতো আজকের মত।
ভালো থাকবেন, ভালো রাখবেন। Bদায়
logging out.......